অল্প খাওয়া আর পরা নিয়ে কভু
করোনা মনে তে দুঃখ
বেশি খাওয়া আর পরা নিয়ে পরে
মন টা হবে যে রুক্ষ।

কি ছিলে তুমি, কি বা পরিচয়
সে দিন হবেনা গন‍্য
হাশরের মাঠে ঝরবে যে ঘাম
বে-হিসাবের জন্য।

কেউ যদি কভু তোমার উপর
নির্ভরশীল হয়
নছীব তাহার, উপর ওয়ালার
মন্দ কিছু তা নয়।

কাউকে দানেতে,অর্থ বিলাতে
হয়োনা অহংকারী
তোমার কথাতে কিংবা আঘাতে
কেউ না করে আহাজারি।

নিজেকে বড় মনে করে তুমি
করোনা অহংকার
আল্লাহ্ চাইলে করে দিতে পারে
নিমিষেই ছারখার।

লোক দেখানোর দান দক্ষিনার
জড়িও না মায়াজালে
যদি তুমি চাও পূন‍্য কামিয়ে
সুখ পেতে পরকালে।

মহান আল্লাহ্ দেখছেন সব
নয় তাতে কিছু বাদ
ভয় করো যেনো, না ঘটে কখনো
মজলুমের ফরিয়াদ।

ফরিয়াদের আর্তনাদে করুণ
পরিনিতি ঘটে
মজলুমের হাত দুটি যেনো
দোয়ার জন্য উঠে।

আল্লাহ্ র কাছে এই দোয়া করি
বুঝ দিন জনে জনে
পাপ পূন‍্যের হিসাব টা যেনো
মনে থাকে সর্বক্ষনে।

About

Hena Akter

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}