এখন আর লিখতে পারিনা
ভাবনাগুলো ঘুরে ফিরে তোমাতে গিয়ে থামে
আগে বৃষ্টির ফোঁটা গুনতাম
পা ভিজিয়া পুকুর পাড়ে বসতাম
প্রজাপতির পাখার রঙ সে যে কি সুন্দর
নীলাকাশ কিংবা মেঘলা কালো আকাশ
শিয়েলের বিয়ে শেষে রংধনু
খোলা আকাশের নীচে চিত হয়ে কতো তারা গুনেছি
কাঁদায় মাখামাখি হয়ে কতো ঘরে ফিরেছি
সবকিছুর রঙ একই ছিলো যেমন তোমরাও দেখতে
গন্ধও ছিলো এক, ছিলো ব্যথার বেদনা
মুচকি হাসি, অট্টোহাসি সব তো একই ছিলো
তবে আজ কেনো দেখিনা
আজ কেনো লিখে রাখিনা
কেনো এলে জীবনে বেলাশেষে
কেনো সব থেমে যায় তোমাতে গিয়ে
তোমাতে গিয়ে

About

Alam M

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}