February 10, 2022

বেহিসেবী কাব্য

by Shimu Koli in POEM0 Comments

ঝরা পাতা ঝরে যাক
স্মৃতিগুলো পড়ে থাক,
অবহেলে ঝুলে থাকা
ইচ্ছেরা উড়ে যাক…

অব্যক্ত কথাগুলো
না বলাই থেকে যাক,
লুকানো সে বেদনা
আড়ালেই থেকে যাক…

উড়ে চলা পাখি মন
খাঁচাতেই পোরা থাক,
নিয়মের পাল তোলা
নৌকাটা ভেসে যাক…

ফাগুনের আলো এসে
ধোঁয়াশাটা কেটে যাক,
হিসেবী ভালোবাসা
বেহিসেবী হয়ে যাক…

দ্বিচারিণী পোড়া মন
জ্বলে যাক পুড়ে যাক,
পরবাসী স্বপ্নরা…
আধোঘুমে জেগে থাক;

অভিমানী ক্যানভাসে
সব রঙ ছুয়ে যাক,
রংধনু আকাশে…
মেঘফুল ঝরে যাক;

নতুনের মোড়কে
পুরোনো সে প্রেম থাক,
সুপ্ত সে ভালোবাসা
উষ্ণতা খুঁজে পাক।

About

Shimu Koli

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}