দশমাস দশদিন যে মাতৃজঠরে
বাস আমার
পৃথিবীর আলো দেখবার পর যে
সুতীব্র চিৎকার !
সেই কান্নাও নিশ্চয় মায়েরই ভাষায়
মাতৃভাষার জন্য তাই এত হাহাকার।

এত এত তরুণ শহীদের বলিদান
নাম না জানা কত তরুণের মাঝে,
সালাম বরকত রফিক শফিউর ও জব্বারের
রক্তে রাঙানো ওই শহীদ মিনার।

বাংলায় কথা বলবার অধিকার
যে ভাষায় আমি কথা বলি
স্বপ্ন দেখি বড় হবার ,
পৃথিবীর বুকে নিজের নাম লিখবার
সে আমার বর্ণমালা বাংলা
আমি তোমায় ভালবাসি।

আমি তোমায় নিয়ে কবিতা লিখি
সেই কবিতায় আমি দেশপ্রেমে বাংলাদেশী ,
ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে যে বাঙালীর বাস
প্রতিটি বাঙালীর হৃদয়ে ,
শহীদের রক্তে রাঙানো একটি দেশ
আমার প্রিয় বাংলাদেশ সাথে বাংলা ভাষা।

About

Shahnaz Pervin Mita

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}