বিভান্ত আগামি আগুন্তকঃ সময়ের কাছে
পিয়াসী সবুজের স্বপ্ন চায়
দুর্গম গিরিপথে জীবানুর কোলাহলে সব অধ্যাবসায়ে মাস্ক আটে পাছে!
তাড়িয়ে বেড়ানো সব ভালবাসার ইতিহাস—
পুকুর ঘাটে অন্তরঙ্গ হয়ে বসার অজুহাতে
ঝড়া পাতার মর্মরতা কাদে রমনার বেঞ্চিতে
লালবাগের কেল্লার আধারে
আদিম সব আশার চোখে দেখা সর্বনাশ।
অবারিত ইস্টকের মাঝে কবিতার পাথুড়ে নিবাস ঠেলে,
আমি তোমার হাত ধরে এগিয়ে যাই বাংলা একাডেমির মেলা পেরিয়ে
বইয়ের পাতায় দেখা শব্দ বাক্যের উন্নাসিকতায়.. ।
রাতের কথা বলে তুমিই গেলে চলে
আমায় একা
ফেলে—
নিঃসঙ্গ চাদের বুকে আমি স্মৃতির কালো আকাশে
এখনো সেই অতীতকে খুজি!
যদি জলের মেয়ে কাজলদিঘী উচিয়ে বলে
ভালবাসি
আবৃত্তির দমকে দুলে উঠা শরীরে
আজো হারিয়ে ফেলা জীবন দেখে চোখ বুজি।

@আসিফ রহিম

About

Dr Asif Rahim

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}