মনে হয় শুধু আমাকেই ছুঁয়ে রবে
ভালোবাসা প্রেমে,
তাই এতো আয়োজন
ওই বকুলতলায়,
মানব মানবীর অব্যক্ত কথা
মনের মাধুরী মিশিয়ে
ভালোবাসা হয়।
ফুলে ফুলে ছেয়ে রয় ওই রাজপথ
সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাঙলা একাডেমি
ভালোবাসা প্রেম ফুল হয়ে ফুটে রয়।

শত শত মুখের ভীড়ে খুঁজে ফিরি
ওই মুখ তোমার,
যে অপেক্ষায় ,গোলাপের পসরা সাজিয়ে
আমি নীল হলুদ শাড়ীর আচঁল উড়িয়ে
কবিতার বই হাতে একাকী দাড়িয়ে।

অপেক্ষায় এক ফাল্গুনী গানের
বসন্ত এসে গেছে!
কবি ,এবার তোমার কবিতা বিলাও
সকলের মাঝে আপন অন্তরের,
যে অন্তর রয় অব্যক্ত কথায়
লেখনির ভাষায় কবিতা হয়ে।

About

Shahnaz Pervin Mita

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}