সময়গুলো বিরহ আর বিষন্নতায় ভরা
অবহেলায় ঝরে পড়া যেমন কৃষ্ণচূড়া…
একটা দুটো স্বপ্ন ছিলো বিবর্ণ তার রঙ
মনের উপর পড়ছে বুঝি মরচে ধরা জং;
ব্যালকনিতে ঝুলে থাকা নিঃসঙ্গ অভিমান
ডানা ভাঙা প্রজাপতির ব্যাকুল উপাখ্যান…
ইচ্ছেগুলো হয়েছে আজ ভোকাট্টা ঘুড়ি
বাক্সবন্দি কথাগুলোও হয়ে গেছে চুরি;
নিস্তব্ধ মঞ্চে আর জলছেনা তো আলো
কৃষ্ণপক্ষ চলছে বুঝি তাইতো এতো কালো!
উদভ্রান্ত কবিতায় আজ নেইযে অন্তমিল
বেদনার রঙ মেখেছে, হয়েছে তাই নীল…

শিমু কলি
১/১১/২১

About

Shimu Koli

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}