February 18, 2022

মখমলি চাদরে প্রেয়সী

by Zeenat Alam in POEM0 Comments

শীতের সকালের মিষ্টি আলোয়
শিশির যখন ঝিলমিলিয়ে হাঁসে,
সে সৌন্দর্যে ডুবে গিয়ে,
আমি কবিতার ডায়েরিতে
মনোনিবেশ করি আর
তন্ময় হয়ে ভাবি,
ঠিক তখনই হৃদয়ের দূয়ারে
এসে দাঁড়াও তুমি।

আমার হৃদয় নদীতে তখন
ঢেউ জাগে তোমায় ভেবে,
আমার হৃদয় পটে
ভেসে ওঠে যেন…
তুমি সে ঝিলমিল শিশিরে
আলতা পায়ে নুপুর পরে
তোমার পা ফেলেছো সেথায়,
সে শিশির ভেজা ঝলমলে
মখমলি চাদরে।

আহা কি অপরূপ মায়াময় সে ক্ষনটি!
সে সৌন্দর্যের মুগ্ধতায়
আমি চেয়ে চেয়ে দেখতে থাকি তোমায়
কল্পনায় আমি তোমার সাথে
সে শিশির ঝরা ঘাসের উপর
হেটে অনেক দূর চলে যাই
তোমার হাত ধরে ধরে,
সে স্মৃতি নিয়ে আমি
আজ তবে লিখবো কবিতা।

হ্যাঁ, আমি লিখবো অনেক কিছু
তোমায় নিয়ে, তোমায় ঘিরে।
তবে ডায়েরির পাতায় নয়,
হৃদয় ডায়েরিতে ধারন করে রাখবো
সে প্রাণচঞ্চল অনুভুতিকে।
আমার অনুভুতিতে প্রেয়সী তুমিযে
শিশির ঝরা ঝলমলে মখমলি চাদর
হয়ে আছো, থাকবে চিরকাল।

১৮ই ফেব্রুয়ারী ২০২২
সময় সকাল- ৮ঃ৩০মিনিট

About

Zeenat Alam

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}