January 22, 2022

নিম্নবিত্তের ভাঙা স্বপ্ন

by Basob Roy in POEM0 Comments

সেই ভোর থেকে ছুটোছুটি
দূরের শহরে বয়ে নিতে হবে সব্জীর বোঝা
খালি পা, ধূলোমাখা হাঁটু
দুটি রুটি সাথে পলিথিনে বাঁধা
হারুর মায়ের শেষরাতে ওঠা সারাবাড়ি কাজ
সংসার হাতছানি দেয় ;

হারুর কাকা সুশীল
বহুকষ্টে আজপর্যন্ত অশিক্ষিত হারুর বাপ ভাইকে কলেজে ভর্তি করাতে পেরেছে –
সব্জীর বোঝা কাঁধে নিয়ে স্বপ্নের পথ দেয় পাড়ি -;
কতো কথা —
হারু বড় হবে, কাকা অনেক বড় করবে হারুকে —
একদিন এমন ছেঁড়া কাপড়ের দিন যাবে কেটে, দু’বেলা রুটির বদলে আসবে হাসিমুখে ভাতের দুপুরবেলা-

সত্যিই সুশীল একদিন ব্যাংকের অফিসার হয়, দাদা-বৌদির ঘামেভরা মুখে খুশির ঝিলিক -” আমাদের সুশীল-!”
সুশীল দাদা-বৌদি আর হারুকে নিয়ে স্বপ্নের প্রথম সোপানে রাখে পা –
হারু ভালো স্কুলে ভর্তি হয়
দাদা গ্রামের বাজারেই তরিতরকারি নিয়ে বসে, দোকানে বসেই তৃপ্তির লাল চা এককাপ এনে ধরিয়ে দেয়
ঝন্টুর বউ —

জ্বর আর কাশি নিয়ে ব্যাংক থেকে ফেরে সুশীল –
বৌদির উৎকণ্ঠা
দাদার দৌড়ঝাঁপ
হারু শুধু ফ্যালফ্যাল চেয়ে দেখে—

অতঃপর হাসপাতাল
তিনদিন পর অমিক্রনের কাছে পরাজিত হলো নিম্নবিত্তের সব সাধ, সব স্বপ্ন—!

About

Basob Roy

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}