একুশ মানেই ৫২ এর রক্ত ঝরানো বাংলার সন্তান
বুলেট বিদ্ধ হাজারো তরুনের নিভে গেল তাজা প্রাণ।

একুশ এলেই মনে পড়ে তাই দামালের বীরত্ব কথা
তাদের স্মরণে স্মরিত হয় অমর বীরগাথা।

লক্ষ কোটির ভাইয়ের মিছিলে অম্লান তারা।
বুকের রক্তে ছিনিয়ে এনেছিল মায়ের ভাষা যারা।

অপারেজয় বাংলার তরুণেরা দিয়েছিল যে প্রাণ
কখনো ভুলিতে দিব না মোরা তাদের আত্মদান।

হাজার লক্ষ কোটি বছর থাকবে মোদের মাঝে
পুষ্প দিয়ে পূজিত হবে সকাল সন্ধ্যা সাঁজে।

শহীদ হতে বাধেনি যাদের বেঁচে আছে স্মরণে
অমলিন তারা জীবন সংগ্রামে সম্মেলনের বরণে।

একুশ মানেই ভাই হারানো বেদনার স্মৃতি
বর্ণমালায় লেখা হয় ভাষা সৈনিকের গীতি।

একুশ এলেই পালিত হয় ভাষা দিবস
মোমের আলোয় পেয়ে যাই ত্যাগের পরশ।

একুশ মানেই পলাশ ফুলের রক্ত ঝরার ইতিহাস
ছেলে হারানোর বেদনা ভরা মায়ের আকুল নিঃশ্বাস।

ভুলিতে পারিব না মোরা ভাইয়ের রক্তের রাঙানো ফেব্রুয়ারী
একুশ এলেই মনে পড়ে ভাই হারানোর বোনের আহাজারি।

বিশ্ব দরবারে ভাষা পেল তাই আত্ম ত্যাগের স্মারক
যুগ হতে যুগান্তরে উন্মোচিত হবে মাতৃভাষার নতুন মোড়ক।

About

Smaranika Chowdhury

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}