February 23, 2022

ছুঁয়েছে অন্তর

by Shahnaz Pervin Mita in POEM0 Comments

বাংলা একাডেমির বইমেলায়
শেষ বিকেলে সূর্য অস্ত যাবার সময়,
বন্ধুর কবিতার বই হাতে
উল্টে পাল্টে দেখছি কবির জীবন দর্শন
ভাবনা, ভালোবাসা, বেদনা যা রয়েছে তার
প্রতিটি কবিতার ছত্রে ছত্রে।

হটাত যেনো কে একজন বলে উঠলো
আপনিও তো কবিতা লিখেন তাই না!
বিস্মিত আমি চমকে তাকালাম!
দেখলাম এক সুন্দরী রমনী পাশে
তুমি কিভাবে জানো নবীন কবি এই আমিকে!

পড়েছি আপনার কবিতা পেন্সিলে
নানা ভাবনায় আপনি কবিতা লিখেন
আমি পড়ি,সবসময় আপনার কবিতা।
মনে হলো ধন্য আমি ধন্য আমার
কবিতা লেখার কাব্যভুবন
যা ছুঁয়ে যেতে পেরেছে পাঠকের অন্তর।

আমার কল্পকথা ছুঁয়েছে ওই পাঠক হৃদয়
এখানেই কবি সার্থক।
যে চেষ্টা করেছে ছড়িয়ে দিতে নিজের চেতনা
চেনা অচেনা পাঠকের মনের বাতায়নে।

একজন কবিতার পাঠক সুনেহেরি চৌধুরী
আমার প্রকাশিত কাব্যগ্রনহ “কথামালা তুমি “ সহ পান্জেরী প্রকাশনির স্টলের সামনে।

~শাহনাজ পারভীন মিতা

About

Shahnaz Pervin Mita

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}