February 25, 2022

হৃদয় মুক্তি

by Surajit Paul in POEM0 Comments

কালো বেড়ালের রক্তে মৌতাত দৃষ্টি,
নেশা ধরানো হৃদয় নাচন সৃষ্টি।
অন্ধকারে সব বেড়াল দেখায় ধূসর ,
সাদা রুমালে ঢাকা মুখ গুলো মুখর।
কল্পলোকে ভাসে জোনাকি দের আলো,
আশাহত মুখ স্বল্পালোকে দেখে ভালো।
আজ যারা উন্মুখ যেতে অভিসারে,
মুক্তিস্নাতো সূর্যের প্রথম আলোক প্রকাশে।
নেশাগ্রস্ত দের পারবেনা নেশা ধরাতে,
ঝিমঝিম নেশা জাগে মুক্তির বরাতে।
বিচ্ছিন্নতায় ফিরে পায় নিজ অবস্থান,
পরশুরামের তপস্যায় প্রাপ্তি যে সুমহান।
উই এর ঢিবি ব্যর্থ ধরাতে ঘুণ ,
ঘুণাক্ষরেও চায়না মানষিক খুন।
স্রোতধারায় মুক্তকেশির কেশাগ্র সিঞ্চন,
গতিধারা ব্যর্থ ধরে রাখতে বন্ধন।

সুরজিৎ পাল
২৫.০২.২০২২

About

Surajit Paul

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}