জীবনের গল্পগুলো এমনই, একইরকম –
দারুণ ঝড় শেষে মুক্ত সূর্য
ঝলমলে রোদের দুপুর শেষে সুবর্ণ অপরাহ্ন
ভাবুক গোধূলির বাঁকে বাঁকে অকৃত্রিম ভালোবাসা -!

হাসিমুখ কিষাণীর বুকে প্রিয়তম পুরুষের ঘাম, সাতপুরুষের ভিটেয় অনাগত ভবিষ্যত-
স্বপ্নের ঘোরে নেশাগ্রস্ত ঢেউয়ের ভাঙনে উজানভাটির গান-

অনুপম অট্টালিকার জাঁকজকমে কৃত্রিম খোলসে অনাবৃত কষ্টের কাহিনী ;
রঙিন সুরের ব্যঞ্জনায় বিকট আওয়াজ
কান্নার জল অন্তরেই শুকিয়ে যায়—

জীবনের গল্পগুলো এমনই এলোমেলো অগোছালো ; তবুও
উঁকিঝুঁকি দিয়ে যায় মনে প্রেয়সীর নরম চাহনি-
প্রেরণার ছবিজুড়ে পড়শীর প্রত্যাশা বুকে সুনীল ঘুম – ৷

About

Basob Roy

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}