সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ। অপারেশনের জন্য করোনা টেস্ট করাতে ল্যাব এইড যাবো বলে বাসা থেকে বের হয়েছি। ফুটপাতে দাড়িয়ে বাস এর জন্য অপেক্ষা করছিলাম।

অনেক গুলো বাস যাত্রী নিয়ে দরজা বন্ধ করে চলে যাচ্ছে।

সব বাস গুলোতে ভীড় দেখে,বাস থামার সঙ্গে সঙ্গে উঠবো ভেবে আমি রাস্তার প্রায় মাঝখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি।

এমন সময়ে একজন ট্রাফিক পুলিশ এসে বললেন – আপনি কোথায় যাবেন?

আমি বললাম- ল্যাব এইড যাবো। কিন্তু বাস অনেক যাত্রী নিয়ে, না থেমেই চলে যাচ্ছে।
ট্রাফিক পুলিশ আমার কথা শুনে সামনে এগিয়ে বাস গুলো থামানোর জন্য হাত দিয়ে ইশারা করতে লাগলেন। কয়েকটা বাস না থেমেই চলে যাচ্ছিলো। আমি ও বাসে ওঠার জন্য উনার পেছনে দাঁড়িয়ে রইলাম।

ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো। ঢাকা শহরে এখনো ভালো মানুষ আছে । আমাকে একা দেখে ডিউটি রেখে আমার জন্য বাস থামানোর চেষ্টা করছেন। মানুষটা হয়তো পরোপকারী।

কিছুক্ষন পরে একটা বাস এসে উনার সামনে থামাতেই তাড়াহুড়ো করে বাসে উঠে গেলেন। আমি উনার কান্ড দেখে অবাক হয়ে, প্রায় দৌড়ে এসে বাসে উঠলাম। সিট পেয়ে বসে বসে ভাবতে লাগলাম, কি হলো এটা?

উনি তাহলে ডিউটি শেষে বাসায় যাচ্ছিলেন অথবা অন্য কোন কাজে। আর আমি কি ভেবে নিলাম। যাই হোক শেষ পর্যন্ত ট্রাফিকের পিছু দাঁড়িয়ে বাসে তো উঠতে পেরেছি?

লীনা ফারজানা
২২ ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৫ মিনিট

About

লীনা ফারজানা

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}