আমি সাদা কাশবন ছোঁয়া নীল আকাশ দেখি না কতদিন,
স্পর্শ করি না বৃষ্টির ফোঁটা,
শেষ কবে রক্তিম গোধূলির আলোতে ভিজেছি তাও বিস্মরণ।
প্রজাপতির রঙিন পাখায় বিভোর হওয়ার আকাঙ্ক্ষাকে বলি দিয়েছি,
শুধু তোমায় আপন করেছি বলে!

শুধু তোমায় আপন করেছি বলে — আয়নায় আমি আমাকে দেখি অন্যের রুপে,
আরেক চোখে,
ইঞ্চির ব্যবধানে তবুও বুঝি কত সহস্র যোজন ফারাক আমি আমার আমি থেকে,

হায় কাঁচের দেয়াল!
টলমল জল চিকচিক করা নদীতে বৃথাই গড়েছি বাঁধ,
তোমাতে জড়িয়ে গেছে আমার সব ক্লান্তি-অবসাদ
দৃষ্টি সীমা আজ প্রসারিত বহুদূর,
তবুও ছোঁয়ার অনুভূতি থেকে বঞ্চিত
আমি আমাকে হারিয়ে ফেলেছি
তোমাকে আপন করে।

রাবিয়া হ্যাপী
১লা মার্চ, ২০২২ইং

About

রাবিয়া হ্যাপী

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}