অসামঞ্জস্য কথাগুলো গেঁথে যায়
দহনে করে জ্বালাতন
সর্বক্ষণ যেন তাড়া করে
অন্তর জ্বালায় জীবন।
সুন্দর মস্তিষ্কে বসা বাঁধে
স্থায়ী বসত ঘর
নির্মাণ সামগ্রী কতো মজবুত
শক্ত হাতের কারিগর।

বুদ্ধি তৈরির কারখানা ভাঙচুর
করে আপনজন দুষ্টু,
যাদের জীবনে সফলতা আসে
তাঁরা হয়তো উৎকৃষ্ট,
পিছিয়ে পড়া সকল মানুষ
বহন করে চলে,
কষ্টগুলো লালন করে
সঙ্গী করে চলে।

সত্য যখন মিথ্যা হয়ে যায়
ব্যথিত হৃদয় কাঁদে,
আরশ কুরসি লওহ কলমে
খোদার আরশে বাঁধে।
মদন ছেদন বদন বোকা
কতো কিছু উচ্চারণ,
কালু দলু লালু ফেলু
কতো কিছু বলন।

সাহেবের জন্য সাহেবি মর্যাদা
অন্যদের জন্য পরিবর্তন,
কষ্টকে বুকে ধারণ করে
চলে যায় নির্বাসন।
দূর করতে বিবেচনা করা
মানুষ মানবিক অধিকার,
তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করলে
সমাজের জন্য ক্ষতিকর।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ
১৫ ই ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
রাত ৩ টা

About

Abdullah Al Mahmud

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}