প্রতিনিয়ত কত ইচ্ছের মৃত্যু দিয়ে
এক একটা মানুষ কতটা
দীর্ঘশ্বাস নিয়ে বাঁচে,
তার ইয়ত্তা নেই কোনো….

কখনো এই দীর্ঘশ্বাস গুলো
কাউকে নীরব করে তোলে
আর কাউকে হয়তো বা মুখর….

স্বীকারোক্তির ভাষা থাকেনা
থাকে শুধু মুখোশি হাসি,
হৃদয়ের কার্নিশ বেয়ে বুনোলতা
আর শ্যাওলার আস্তর…
ভাস্কর্যের মতো নীরব
নিথর নির্জীব একজোড়া চোখ….

মানুষগুলো এত অসহায় কেনো!!
এতো এতো দীর্ঘশ্বাস জড়িয়ে,
কিভাবে বাঁচতে শিখে যায়!!

কিভাবে করপোরেট নকশায়
সাজায় নিজেকে!!
অদৃশ্য এক পর্দায় ঢেকে রাখে
হৃদয়ের কান্নাগুলো আর
শোকের যতো ইতিহাস!!

আসলে ভালোবাসা পেলে ;
মানুষ কেমন অহংকারী হয়ে উঠে,
সেই অহংকারের দাবদাহে
পুড়ে যায় ভালোবাসা……
আর পড়ে থাকে মৃত আবেগের
ছাই ভস্ম আর দীর্ঘশ্বাসের
এক বিশাল অরণ্য…..
যেখানে মানুষগুলো হয়ে যায়
এক একটা প্রাণহীন বৃক্ষ।।

শিমু কলি
০৬/০৬/২০২১

About

Shimu Koli

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}