একটু খানি মেঘ তুমি
আমায় যদি দিতে
যতনে রাখবো তুলে
চোখের পাপড়িতে

মনটা যখন ভারী হবে
ঝরবে দুঃখ নিয়ে
একটু খানি মেঘ তুমি
দাওনা আমায় দিয়ে।

একটু খানি হিমেল হাওয়া
যদি আমি পাই
ছড়িয়ে দিবো দূঃখগুলো
শিশির কনায় কনায়।

সবুজ ঘাসে মিশবে শিশির
সুখের পরশ নিয়ে
একটু খানি হিমেল হাওয়া
দাওনা আমায় দিয়ে।

রুপালি ঐ চাঁদের আলো
যদি আমায় দাও
রুপের ঝাপি মেলে দুজন
বসবো বারান্দায়।

মুগ্ধ চোখে রবে চেয়ে
আমার কাজল চোখে
একটু খানি রুপালি আলো
দাও না আমায় এঁকে।

সাগরের ঐ ঢেউয়ের কাছে
যদি এবার আসি
সকল ব্যথা ভুলে গিয়ে
বলবো ভালোবাসি।

তুমি আমি দুজন মিলে
হাটবো ঢেউয়ের প’রে
ভালোবাসায় বিভোর রবো
জন্ম জন্মান্তরের তরে।

হেনা আক্তার
৪ মার্চ, ২০২২ইং

About

Hena Akter

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}