চেয়ে ছিলাম মুক্ত বাতাস,বাঁচার স্বার্থে
দিতে চায়নি অমানবিকতার আবর্তে।
শ্বাস নেওয়া যেন স্বার্থপরতার দোসর,
ধ্বংসের খেলায় নেমে হয়েছে পাথর।
শিশুদের কান্নায় গুঞ্জরিত ধরিত্রী,
ছাপিয়ে বারুদের শব্দের রাত্রি।
ধ্বংস নাচে বিষময় জীবন শৃঙ্খল,
ধ্বনিত উন্মাদ দখলদারের যুদ্ধ বিউগল।
শিশু,কিশোর,পুরুষ-নারী,মাতা- পিতা,ভ্রাতা-ভ্রাতৃ, বৃদ্ধ-বৃদ্ধা মৃত্যু পথযাত্রী,
মনুষ্য জাতির দেখ দুঃস্বপ্নের রাত্রি।
কেনো নিশ্চুপ,নির্বাক,সরীসৃপ নিদ্রায় থাকি,
অন্ধ মোরা দেখিনা রক্তস্রোতে ভাসমান মুখে দের আর্ত হাসি।
দেখ চেয়ে হায়নার হাসির চেও ভয়াবহ যুদ্ধ বাঁশি,
চায় ছিঁড়ে খেতে মানব জাতির হাসি।
কবে রচিবে নতুন সে অধ্যায়,
ভ্রাতৃত্ব, মানববন্ধনের মুক্তির বিদ্যায়।
যে যেথায় আছো স্ব স্ব হাতিয়ারে দাও শান,
গড়ে তোলো ব্যারিকেড মানব শত্রুর হোক অবসান।

সুরজিৎ পাল
৪ মার্চ, ২০২২ইং

About

Surajit Paul

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}