স্রষ্টার সুনিপুণ কারুকার্য তার ভূবণমোহিনী হাসি
কোন শিকলে বন্দী বিষন্নতার ভালবাসা।

বাদল শেষে রং ধনুর সাত রং আচমকা’ই হারিয়ে যায়।
আজকাল হারানো অনুভূতি গুলো বড্ড বেশি ভোতা!

কাষ্ঠল মলাটে ঢাকা পড়েছে মন
ভিতরকার অনুভূতিতে মরিচা ধরেছে।

নির্মোহ ভালবাসা উদারতায় ভরা খোলা আকাশ,
ভীষণ মেঘ জমেছে!
মেঘ শঙ্খচিল হয়ে নেমে এসো।

নেমে এসো নিঃসার্থ ভালবাসার গহীন অরণ্যে
বৃষ্টি হয়ে না হয় টুপটাপ ঝরো।

ফাগুনের আগুন লেগেছে বসন্ত বাতায়নে।
দমকা বৃষ্টির এক ঝটকায় নিভিয়ে দাও আগুন।

নিভিয়ে দাও কৃষ্ণচূড়া বৃষ্টি হয়ে
পলাশ শিমুলের রক্তিম ডাল ধুয়ে দাও।

ধুয়ে দাও তোমার সুনিপুণ কারুকার্যে
মুছে দাও প্রণয়াকাঙ্ক্ষি মনের বিষন্ন ভালবাসা।

ফৌজিয়া সুলতানা
ফেব্রুয়ারী ১৭, ২০২২ইং

About

Fowjia Sultana

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}