মনো গহীনে রুগ্ন নিশীথ রাত
আষাঢ়ের গগনে কালো মেঘের বিচ্ছুরণ
ঝরঝর বৃষ্টি চলন শক্তি নেই!!!
আমার রুগ্ন রাতের কাদায় তুই আসবি কি করে?!
চলাচলের নেই তো কোন বাহন!!
কাদায় নোৌকা চলে না
পর্যাপ্ত পানি বিহীন!!

গহীনে প্রতিধ্বনিত হয় চিনচিন কষ্ট।
আমার গহীন অরন্যে তোকে খুঁজি
এতো খুঁজি যে নীলাঞ্জনায়
পানি উপচে পড়ে।

লেখনীতে শব্দ চয়নে খুঁজি
অক্ষরে মিলিত বাক্যে
কাব্যিক আনন্দে খুঁজি।
বৃষ্টির ছন্দ পতনে খুঁজি
আমি পুষি তোকে,তুই বিরাজিত আমার কর্দমাক্ত অংগনে!!

তুই আমার রাজ্যে এক চিলতে রোদ্দুর।
আবার নিমিষেই তুই আমার বিদীর্ণ মেঘ!
বৃষ্টি হ’য়ে ধুয়ে দিতে চাস মনের চোরা গলির আনাচকানাচ।
বৃষ্টির পানি চুঁইয়ে নেয়ার
ক্ষমতা আর নেই!!
নিয়তি বানিয়েছে আমাকে পাথর।

তুই তো তোঁর আত্মায় বাঁচিয়ে রেখেছিস আমায়,
এই আমি গহীনে রুগ্ন নিশীথ রাত!!
সেই গহীনে আমি তোঁর অস্তিত্ব খুঁজি
আমি খুঁজি বারবার খুঁজি।
খুঁজি… তোকেই খুঁজে পাই,
হারাই কি করে তোঁকে?

এই রুগ্ন গহীন যেখানে তোঁর বসবাস
বিচ্ছিন্ন নই,
এই গহীনের চোরা গলির বাসিন্দা
আমরা দু’জন!!

ফৌজিয়া সুলতানা
১৪ই জুন, ২০২০ইং

About

Fowjia Sultana

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}