পৃথিবীতে সবদিন কখনো একদিন হয়না,
কখনো কখনো…
হাজার বছর মিলে একদিন হয়,
পৃথিবীর সবমানুষ একহয়ে একজন হয়না,
কখনো কখনো…
‘কোটি মানুষের সমুদ্র’ একজন হয়।

সেই একজন মানুষের একদিনে,
সেই একজন মানুষের একডাকে,
সেই একজন মানুষের এককন্ঠে,
সেই একজন মানুষের একআহ্বানে,
জেগে যায় কোটিকোটি মানুষ।

যেমনি জেগে উঠেছিল…
বাংলার জমিন আকাশ বাতাস,
জেগে উঠেছিল ঘুমন্ত বাঙালি জাতি,
জেগে উঠেছিল ‘যার যা কিছু আছে’।

পৃথিবী অবাক হয়ে দেখেছিল
একটি আঙ্গুল,
পৃথিবী অবাক হয়ে দেখেছিল
একটি উত্তাল জনসমুদ্র,
পৃথিবী অবাক হয়ে দেখেছিল
একটি কন্ঠের আগুন-ঝরা ভাষণ,
পৃথিবী অবাক হয়ে দেখেছিল
একটি সাহসী বিপ্লবের ইতিহাস।

অবাক পৃথিবী শুনলো
এক অমর অকুতোভয় বজ্রকণ্ঠ,
অবাক পৃথিবী শুনলো
এক অমর কবিতার প্রদীপ্ত উচ্চারণ।

অবাক পৃথিবী অবাক হয়ে দেখলো
কোটিকন্ঠের সমুদ্র কেমন করে একটিকন্ঠ হয়,
অবাক পৃথিবী অবাক হয়ে দেখলো…
একটি ‘৭ই মার্চ’,
একজন শেখ মুজিবুর রহমান,
একটি স্বাধীনতার জন্ম,
আর ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’।

আরণ্যক শামছ
৭ই মার্চ, ২০২১-উপশহর, সিলেট

About

Mohammed Shams Uddin

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}