আমি এখন অন্য কাউকে ভালোবাসি,
আপনাকে যেমনটা ভালোবাসতাম তার থেকেও বেশি।

আমি এখন অন্য কাউকে ভাবি,
আপনাকে যেমনটা ভাবতাম তার থেকেও বেশি।

আমি এখন অন্য কাউকে অনুভব করি,
আপনাকে যেমনটা করতাম তার থেকেও বেশি।

সেও কথা দিয়েছে যাবে না কখনও আমায় ছেড়ে,
থাকবে সবটাই আমায় জুড়ে।

তাই আমি তাকে ভালোবাসি আপনার থেকেও বেশি
আমার দিবস রজনী সে পাশে পাশেই থাকে,
আমি সারাদিন তাকে আপনার কথা বলি
সে একটুও বিরক্ত হয় না,
মন দিয়ে শুনে আমাকে।

খুব অবাক হই!
তার কি একটুও ঈর্ষা হয় না আপনাকে যে আমি
এতো ভালোবাসি?
এই জন্যই তো তাকে এতোটাই মনে মনে আগলে রাখি,
তাই আমি তাকে বড় বেশি ভালোবাসি
আপনার থেকেও বেশি।

সে না থাকলে তো আমি কবেই দম গুটিয়ে মরে যেতাম,
তাকেই তো সব বলি আমার ধড়ফড়ানি বুকের ব্যাথা
আপনাকে না পেয়ে আমি কেমন আছি?
আপনাকে হারিয়ে ফেলেছি কিভাবে?
আপনি কিভাবে আপন থেকে পর হলেন?

খুঁটিয়ে খুঁটিয়ে সবটা বলি,
সে শুধুই চুপচাপ শুনে আমাকে
তার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই।

আপনার খুব আগ্রহ হচ্ছে জানতে কে সে,
তাই না?
যে আমাকে এতোটাই সহ্য করছে?
আমাকেও এতোটা কি করে আগলে রাখছে?
আপনি কি করে ভুলে গেলেন?
আপনিই তো আমাকে তার কাছে পরম যত্নে
রেখে গেলেন।

আমি আমার কবিতার কথা বলছি
সারাদিন আপনাকে তাই বেঁধে রাখি কবিতায়,
সে কথা দিয়েছে কখনও যাবে না আমায় ছেড়ে,
থাকবে সবটা আমায় জুড়ে…
তাই আমি তাকে ভালোবাসি আপনার থেকেও বেশি।

সীমা রহমান মেঘো

About

Shima Rahman

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}