একটু ভালবাসা আমাকে দিও
তোমার ভালবাসার কাঙ্গাল,
তোমার সৃষ্টির জন্য আজও
পৃথিবী সৃষ্টির কৌশল।

তুমি ছাড়া হবে না পাড়
করবে আমায় সুপারিশ,
তোমার সাথে মোহব্বত আমার
দুনিয়ায় আখেরে বখশিস।

কোরআন শেখালে হাদিস রাখলে
আমাদের কল্যাণের জন্য,
কল্যাণের পথে আমাকে রেখ
সত্য ন্যায়ের জন্য।

তোমার মাধ্যমে আমাদের কল্যাণ
সৃষ্টিকর্তা শিখিয়ে দিলে,
আরশ কুরসি লওহ কলমে
তোমার গুণগানে সকলে।

ভালবাসা ভালবাসা শব্দের গুঞ্জন
আকাশ বাতাস মুখরিত,
মানুষের মাঝে ছড়িয়ে দিতে
ভালবাসার মায়ায় সুশোভিত।

সৃষ্টিকর্তা বললে হে আদম সন্তান
আমার ইবাদত কর,
আমাকে পেতে অনুসরণ কর
রাসুলের দরূদ পড়।

ক্ষণিক সময় পৃথিবীর মাঝে
প্রভু পাঠালেন আমাদের,
স্থায়ী নিবাস গড়ে তুলতে
হুকুমের গোলাম সকলের।

ভালবাসার রূপক ধ্বনিত হয়
বিশ্ব মানবতার জয়গান,
প্রতিহিংসার আগুন নিয়ন্ত্রণে নেই
ভুলে গেছ বিজয় নিশান।

হে মানব কল্যাণের পথে আসো
পার্থিব সময় অল্প,
তোমার সৌন্দর্য সৃষ্টির মাঝে
রেখে যেও গল্প।

গল্প হোক সত্য সুন্দর
চাষ হোক পৃথিবী,
ভালবাসার ফুল ফুটে উঠুক
বিশ্ব বিজয়ী কবি।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ
ঢাকা, বাংলাদেশ।
১১/০৩/২০২২ খ্রিস্টাব্দ, বিকেল ৪ টা ৩৪ মিনিট

About

Abdullah Al Mahmud

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}