হঠাৎ করেই বেড়ে গেল গুলি, বিস্ফোরক আর কফিনের খরচ,
কমলো রক্তের দাম!
চারিদিক থেকে আসতে থাকলো কবর খোঁড়ার পরামর্শ,
রক্তউপাসকরা রক্ত পছন্দ করিনা বলে বিদ্রুপ করে দিতে থাকলো পরামর্শ
বললো, কবিতা লিখ, কবি হও!
রক্ত পছন্দ করতে পারিনি বলে হয়ে গেলাম কবি।
আমি কি জানতাম কবি হলে রক্ত ঝরে হৃদয়ে, কলমে?
হঠাৎ করেই বেড়ে গেল শংকা,গুজব!
অফিস, আদালত, দালানে, দোকানে বেড়ে গেলো আনাগোনা
মজুতদার,কালোবাজারিদের,
কালো টাকার ঘ্রাণ পছন্দ করিনি বলে অর্থ পিপাসুরা তামাসা করে
খিস্তি ছুড়ে দিয়ে বললো, কবি হও,
আমি হয়ে গেলাম কবি!
অথচ, আমি চিনতাম শুধু ষড়ঋতু
জানতাম ভুমিহীনদের দুঃখ
গন্ধ নিতাম শ্রমিকের ঘামের;
তাকিয়ে থাকতাম সন্তানসম্ভবা নববধুর মুখের হাসি দেখার স্বপ্ন তাড়নায়;
রক্তে নাচন জাগতো নতুন যৌবনের প্রলয়ী স্রোতে,
আমি কি জানতাম কবি হলে অশ্রুঝরে আখর ধারায়
রক্ত শুকায়, নীল আখরের রক্ত ফোঁটায় তিল তিল করে?
আমি হয়ে গেলাম কবি,
যোদ্ধা আমার হওয়া হলোনা
রক্ত পছন্দ করতে পারিনি বলে হয়ে গেলাম কবি
নিক্ষিপ্ত হলাম বিশেষ দ্রষ্টব্যে!