তুমিহীনা আমি
আলো বিহীন রাত
ঘুট্ঘুটে অন্ধকারময়,
এই কূলে আমি
ঐ কূলে তুমি
মাঝখানে নদী বয়।

তুমিহীনা আমি
যেন প্রতিনিয়তই
চিনিমুক্ত লাল চা,
সকল স্বপ্প যেন
হয় নিষ্ফল
বুক ভরা হতাশা।

তুমিহীনা আমি
পথ হারা পথিক
আজ যেন দিকভ্রান্ত,
নির্দিষ্ট গন্তব্য
অচেনা অজানা
এই পথচলা অনন্ত।

তুমিহীনা আমি
একাকী-নি:সঙ্গ
একঘরে সঙ্গীবিহীন,
স্বপ্নীল সুখানুভূতি
আজ হয়ে গেছে ম্লান
ব্যর্থতায় যাপিত জীবন।

~বিশ্বজিৎ চক্রবর্তী
১৬ই সেপ্টেম্বর, ২০২১ইং

About

Bishwajit Chakraborty

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}