যে কবির প্রেমে আমার কবিতার সূতিকাগার
কখনও ভাবি কে বেশী মুগ্ধতার
আবেশে মন দোলায় কবি না কবিতা!
একজন স্রষ্টা আর একজন সৃষ্টি
তবে ভালোবাসি দুজনকেই,
কবি ও তার অপূর্ব কবিতাশৈলি
আমার প্রিয় ভালোবাসা।
রবীন্দ্রনাথের প্রেমে যখন পড়েছিলাম
আজি হতে শতবর্ষ পরে বা শেষের কবিতা,
অবিরাম ভালোলাগা,পড়ে যাওয়া
মুগ্ধতায়!
সৈয়দ শামসুল হক বা শামসুর রাহমানের
দেশপ্রেম ও স্বাধীনতার কবিতায়,
বা নির্মলেন্দু গুনের প্রেমের কবিতার মাঝে।
প্রিয় পিতার অসংখ্য সনেট
যা কখনও জীবনভাবনা বা ভালোবাসার কথা বলে।
তাই কবিতা ও কবির সাথে প্রেম
আমার অহর্নিশ।
তবুও কারো কারো কবিতা হৃদয় মাঝে
এক বাঁশির সুর তোলে
কখনও এক হাহাকার,
মনে হয় ছুটে যাই লালনের টানে
ছেউরিয়ায় ওই লালন আখরায়।
কবি মন বাঁধা স্বরবৃত্ত গানে
যেখানে সে একাকী নিমগ্ন স্হির
বেদনা ভালোবাসা ও জীবন পরিক্রমায়।
~শাহনাজ পারভীন মিতা