March 19, 2022

ষড়ঋতুর আড়ম্বর

by Shahnaz Parveen in POEM0 Comments

গ্রীষ্মে
আমের মুকুল
কবিতার ফুল
তোমার গরম
আমার ঠান্ডায় দুকূল।

বর্ষায়
আকাশে মেঘের ডানা
সাদা কালোর আনাগোনা
তড়িৎ আসা যাওয়া
বৃষ্টির গানে মাতোয়ারা।

শরতে
সফেদ সাদা শাড়ি
গাঢ় নীল পানজাবী
হৃদয় নিয়ে কাড়াকাড়ি
তোমার জিত আমার আড়ি।

হেমন্তে
স্বর্ণ সোনালী ক্ষেত কৃষকের
দেশ সমভ্রম তোমার আমার
ফিরে পেতে চাই শৈশব আবার
গোধূলীতে;মৌসুম ধান কাটবার।

শীতে
সুখের ওম তোমার আগমন
পথের খোঁজে পথেই নির্বাসন
জাগতিক বাঁধা ঐশ্বরিক কামনা
দুয়ের মিল নিতান্তই বাসনা।

বসন্তে
বকুল ফুল তোমার গাঁথা মালা
একই সুরে গান তবু দূরের তারা
অন্তরে নেই আঁধার আলোর রেখা
সৌরজগতে অমর প্রেমের চিহ্ন আঁকা।

About

Shahnaz Parveen

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}