বহু দিন পর লিখতে এলাম
আজ তোমাদের মাঝে
যদিও এখনো হৃদয়ের তারে
কষ্টের বীণা বাজে।

ছিলাম কতনা বন্ধু সবার
আনন্দে ছিলো দিন
সম্পর্কে টা হঠাৎ কেনো যে
হয়ে গেলো এতো ক্ষীণ।

ভুল বুঝে মোরে ঠেলে দিলে দুরে
কষ্ট টা বুকে চেপে
নিরুপায় হয়ে তোমাদের থেকে
দূরত্ব রেখেছি মেপে।

কষ্টের সেই দিনগুলো ছিলো
কতনা যন্ত্রণার
সুহৃদ কিছু বন্ধু কে নিয়ে
দুঃসময় করেছি পার।

শ্রদ্ধা জানাই সেই সাথীদের
পরম কৃতজ্ঞ চিত্তে
দুঃসময়ে বেধে রেখেছিলো
ভালোবাসার বৃত্তে।

করিনি তো কোনো বাদ-প্রতিবাদ
নীরবে গিয়েছি সয়ে
হৃদয়ের মাঝে রক্তক্ষরণ
এখনো গিয়েছে রয়ে।

এই তো সেদিন এখানেই বসে
লেখালেখি করি শুরু
যার প্রেরণায় আজো লিখে যাই
শ্রদ্ধা তোমাকে গুরু।

লেখালেখি করি মনের খুশি তে
নই আমি কোনো কবি
কবিতার মাঠে সদ‍্যই আমি
যেমন প্রভাতে রবি।

বন্ধুর ডাকে আবার এসেছি
বেশি কিছু চাওয়া নাই
বন্ধুর কাছে বন্ধুর প্রতি
সন্মান টুকু চাই।

About

Iqbal Bhuiyan

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}