March 27, 2022

স্বার্থের বন্ধু

by Hena Akter in POEM0 Comments

চলতি পথে বন্ধু হয়ে
অনেকেই সাথী হয়
বিপদে আপদে বন্ধু হয়ে
ক’জনই’ বা সাথে রয়।

কিছু বন্ধু পরম আত্মার
কিছু হয় ছলনা কারি
বন্ধু হয়ে বুকে টেনে নিয়ে
পিঠে মারে যে ছুরি।

স্বার্থের জন্য কাছে আসে তারা,
স্বার্থ ফুরালে বাই
এই জগতে এমন বন্ধুর
কোনও অভাব নাই

মুখে থাকে মধু, অন্তরে বিষ
মিষ্টি কথার রেশ
প্রতিহিংসায় জ্বলে উঠে তারা
জীবন করে দেয় শেষ।

বিশ্বাস যারা ভাংগে একবার,
ভাংবে বারংবার
সাবধান হও, সর্তক রও,
ভুল করোনা বারবার।

অন্যায় করে চাইবে ক্ষমা
সাজবে যে সাধু খুব
আজরাইল দেখে করবে তওবা
আহা কি দারুন রূপ।

নাবালক নয়, সাবালক তারা
নয়তো কচি শিশু
বিধাতা শুধু দিবেন যে ছাড়
ছাড়বেন না তাদের পিছু।

বন্ধু সেজে করলো যে ক্ষতি
তা শোধারাবে কি দিয়ে?
হিসাব সেদিন দিতে হবে ঠিক
পার পাবেনা শোয়াব দিয়ে।

সব ভুলে আজ সাথে পাশে রও,
কাঁধেতে রাখো কাঁধ
বিশ্বাসের বেলায় সর্তক হয়ে
মেলাও হাতে হাত।

ওপারের ডাক আজ এলে পরে
কাল হয়ে যাবে দু’দিন
ভুল-ত্রুটি সব মার্জনা করে না-হয়
সাজাই সুখের দিন।

বিঃদ্রঃ সব স্পর্শ নির্রভরতার হয় না, কিছু কিছু স্পর্শ বেইমানিরও হয়

হেনা আক্তার
২৭/৩/২২

About

Hena Akter

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}