ঘুম, সেতো প্রিয়ার মতো
জরুরী থাকলে কি আর হবে
যদি সে না আসে নিজে থেকে!

কত রাত করেছি পার,
শুধু ঘুম আসার।
হয়তো প্রিয়ার অপেক্ষায়!
চাঁদ, ভেবেই আপ্লুত
সে ও আমার প্রিয়ারই মতন।

রূপালী আলিঙ্গনে
মিশে যায় অস্তিত্বে, বদনে।

রেখে যায় মায়া, আর
ফিরে আসার অপেক্ষায়!

তবুও চাই, ঘুম আসুক!
দু চোখ ভরে, আমার প্রিয়া হয়ে,
নিয়ে যাবে হাত ধরে স্বপ্নের শহরে।

ক্লান্তি ভেঙে, সব পিছুটান ভুলে,
শুধু আমি আর তুমি!
স্বপ্নের শহরে, আধো নেশায়
মধ্য পূর্ণিমায়, লেপ্টে চোখের পাতায়।

About

Rupa Mozammel

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}