রোজ অপেক্ষায় থাকা, অভিমান জমে জমে কথারা হারিয়ে যায়,
ব্যস্ততায় ভালোবাসা হাসফাস করে,
কি ভীষণ একাকিত্ব!!

তোমার অতিব্যস্ততা আর আমার বেকার অলস সময়,
দুই মেরুতে বসবাস দু’জনার, ভাবনারা ফিরে আসে বার বার,
স্মৃতিরা পাখা মেলে,
কতো অলস সময় পার হয়েছে নানা গল্পে নানা বাহানায়।

রচিত হয়েছে কতো প্রেম বিরহের কবিতা,
ভালবাসা বয়ে গেছে রোমে রোমে শিহরনে,
কি এক আকাংঙ্খা ছিলো সে লগ্নে,
মন সাগরের উত্তাল ঢেউ আছড়ে
পরতো পাড়ে।

আজ ভীষণ খরা! সময়ের, একটু কথা বলার-
আজ কথার দারিদ্র্যে পড়েছে মন।
মনের সাগর শুকিয়ে চিক চিক করছে
তপ্ত বালিকনা,
সময়ের পায়ে পড়েছে বেড়ি,কচ্ছপ গতি তার, ধীর পায়ে এগিয়ে চলে বিষন্ন
রাত্রির কাছে,
রাতটাও ধরা দেয় কালো গভীর-বেদনা হয়ে! হাসেনা জোছনা, জ্বলে না
মিটিমিটি তারারা।
তবুও কাটে বিষাদের কালো রাত,
আসে সোনালি আলোর দিন,
সোনালী আলোও আজ নিরস বদনে উত্তপ্ততা ছড়ায়,
খুঁজে চলে সেই কথার বাদল ধারা, হাসির ঝর্না ধারা, শুনতে চায় দুজনার
কথার কলকল ধ্বনি,
কি ভীষণ খরা আজ! কথার খরা!

শব্দের মালা বদল হয় না আর,শুধুই অপেক্ষা,
মন আজ অনাবাদি কথার খরায়।
অভিমান জমে জমে আজ কথার খরা।

হেনা আক্তার
২২/৩/২২

About

Hena Akter

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}