May 14, 2022

তোমাকে পাবার আরাধ্য – আরাধনা

by Shahnaj Jakir in POEM0 Comments

বৃষ্টি যখন আসে চারপাশ টা অন্ধকার করে আসে
আর তুমি আসো ভালোবাসার ফল্গুধারা হয়ে।
গান হয়ে ভাসতে থাকে দখিনা বাতাস খোলা জানালায়…
কখনো বা দৌড়ে গিয়ে দেখতে হয় খোলা জানালা গুলো,
মনের…বন্ধ করা আছে ত’–!
কারণ, বৃষ্টি সময় বোঝে না ভালোবাসায় মানে না কোনো ভালো লাগা
ভালোবাসার ব্যাকরণ!
এঁকে বেঁকে হুট করে এমন ভাবে চলে আসে যে
বর্ষাতি সহ হুট করে উড়িয়ে নিয়ে যেতে চায়
কখনও বা, উড়িয়ে নিয়ে যায়.. ও
বৃষ্টি, কখন যে কীভাবে উড়িয়ে নিয়ে যায়
তা কেউ বুঝতে পারে না বা, বুঝে উঠে না।

জানলার কাঁচে বৃষ্টির ছাঁটের আভরণ পড়ে
তর্জনী এটা সেটা কত কি আঁকে আনমনে তার খেয়ালে…
এভাবে প্রতিবার বৃষ্টি আসে তার সাথে তুমিও
একটা সময় সেই তুমিটা চিরস্থায়ী বন্দোবস্ত করে দাও
দু’-চোখের নোনাজলের…
আর আমি প্রতিটি ফোঁটায় হাত বাড়িয়ে শুধু তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যাই।

কল্পনার জগৎ থেকে যখন বাস্তবের ব্যস্ততায় টান পড়ে দেখি,
বৃষ্টি শেষে কখন তুমি ব্যস্ততর পৃথিবীর এক টুকরো সোনা রোদ
হয়ে গেছো।
আবারও শুরু হয় তোমাকে পাবার আরাধ্য – আরাধনা।

যদি কখনও এসে যাও পরদেশি মেঘ হয়ে
টুপ করে হানা দাও হৃদয়ের চিলে কৌটার বারান্দায়,
দোল দিয়ে যাও আমার খোলা চুলের বায়নায়…
আর আমায় সিক্ত করে চলে যাও আচমকা কোনো এক বর্ষার রোদ
কখনো বা, মেঘ কখনো বা বর্ষা সময়ের চাদরে…

~শাহনাজ জাকির

About

Shahnaj Jakir

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}