সম্পর্ক একটা শুভরাত্রি ও সুপ্রভাতের…
শেষ পর্যন্ত এমনই করেই
এগিয়ে চলে, চলছে… সম্পর্কটা ওদের!

ওরা জানে না, জানতেও চায় না
কতদিন, কতমাস কিংবা কতযুগ
এভাবে চলবে…
তারপরও ত’— চলছে!

এইতো সেই দিনের কথা।
সেই দিন বলতে… চোখের পলকে বছর ঘুরে গেছে কখন কোথা দিয়ে
“ওদের মনে হয় ওরা যেন কত আপনার দু’জন –দু’জনার”
মাঝে মাঝে লেখা পড়া ও মন্তব্য করতে গিয়েই আলাপচারিতা ও শেষমেষ বন্ধুত্ব!
ওদের একজন লেখেন আরেক জন কবিতা লিখতে ও পড়তে পছন্দ করেন।
প্রথমটা এভাবেই… আরও আছে
কবিতা, যদিও কবিতা লিখেন
তার কাছে সেটা কবিতা বলেই মনে হয় না।
ত’– অন্যে কি ভাববেন?
আর যিনি লেখেন তাঁর লেখা পড়লে মনে হয়
বিভিন্ন বিষয় নিয়ে তাঁর লেখাও সুস্পষ্ট মতামত ও রীতিমত গভীর গবেষণার ফসল…
উনি যে লেখেন’ই না
একজন ভালো মানের কবিও
তা তাঁর কবিতা না পড়লে বোঝাই যায় না…
তারপর ও নানা দ্বিধা ও দ্বন্দে একটা সময় দু’–জনই অনুভব করেন…করতে থাকেন
তাদের কাছে আসার গল্প
বা, কবিতা সত্যি’ই…
অতি রোমাঞ্চকর!

প্রতিদিন সুপ্রভাত ও শুভরাত্রির মধ্যে দিয়ে ওদের যাত্রা টা শুরু হয়…
প্রতিদিন কে কতবার একজন আরেক জনকে অনুভব করেন
তা আর নাই বা লিখলাম …
ওদের এ যাত্রা টা একটা সু- সম্পর্কের, একটা সু-বন্ধনের
দু’–প্রান্তের দুটি আত্মার…
সম্পর্ক গুলো সবসময় সুন্দর হয় তখনই
যখন ” দু’– প্রান্তের দু’–জন তাঁর সম্পর্কটি’র সঠিক পরিচর্যা করেন “।

সম্পর্ক গুলো সবসময়
ভালো লাগা ভালোবাসার হোক… হোক মানবিক, মানবতার।

~শাহনাজ জাকির

About

Shahnaj Jakir

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}