ফুল নেবে গো ফুল,
লাল, নীল, বেগুনি
হরেক রকম ফুল
আছে গো মোর কাছে।।

আছে গোলাপ, গন্ধরাজ, রজনীগন্ধা,
বকুল, চামেলী, হাসনাহেনা
আর আছে তোমার প্রিয় বেলী।
কোন টা নেবে তুমি।।

বেলী ফুলের মালা আছে,
তাজা কুঁড়ির মালা,
পরবে নাকি খোঁপাতে তুমি,
চমৎকার লাগবে তোমাকে।।

তোমার ওই সুন্দর খোঁপা তে
জড়িয়ে রাখবে তুমি।
আর একটি ঝুলিয়ে রাখবে
তোমার খোঁপার সাথে
বাম সাইটের বুকের উপরে।।

বেলীর মিষ্টি গন্ধে
চারিদিক করবে মৌ মৌ
গন্ধে ভরে উঠবে তোমার
ঘরের ভিতরে।।

তুমি প্রশান্তির নিঃশ্বাস নিবে,
আর, তখন ই হয়ে উঠবে
তোমার মন টা চঞ্চলা
হরিণীর ন্যায়।।

তোমার আনন্দে উড়তে
ইচ্ছে করবে পাখি হয়ে
ওই নীল গগনে,
আর এটা তখন ই হবে।।

যখন তুমি পরবে খোঁপাতে
সেই বেলী ফুলের মালা,
জানি তো, তোমার অনেক
পছন্দ, বেলী ফুল।।

আর তাই তো বলি
ফুল নেবে গো ফুল,
আছে তোমারই জন্য
বেলী ফুলের মালা।।

About

Atiqur Rahman

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}