দাম….দাম……দাম
সবেতেই বেড়ে চলেছে দুম-দাম,
পড়তে দেখিনা কালসিটে পিঠ- পেটে
ভাবনায় করে রাজ,পেট ভরানো বড়ো কাজ।
ইনফ্লেশন শব্দ মুখে মুখে ফেরে
বুঝিনা কোনো মানে,খরচ যায় বেড়ে
বৌ বাচ্চার কথা শুধু মনে ঘোরে,
আয় কেন বাড়েনা রে?
দাম বেড়েছে জায়গা জমির,বাদ নেই গাড়ি-বাড়ির,তরি-তরকারি তার চেয়ে দামী পেট্রল ডিজেল,
প্রভাবশালী সে প্রভাব প্রতি ক্ষেত্রে।
ঘুম থেকে উঠে কোলগেট,৬০% বেশি,
হাত মুখ ধুয়ে জামা কাপড় পরি,
নূতন জামায় অপারগতা প্রকাশ করি,
সকালের ব্রেড-বাটার,ক্যাঁচাপ, কফি,ডিম-দুধ সবই গেছে ঋণে,
আছে শুধু চিড়ে আর গুঁড়,
বাইকে দিই কিক পৌঁছাব তো ঠিক?
বন্ধু বলে দুর্মূল্য তেল, হোমিওপ্যাথি শিশিতে রেখে শুকিয়ে দিবি বাইক কে,পৌঁছে যাবি অফিসে।
অফিসে গিয়ে শান্তির খোঁজে বসি,
বস ওঠে খেঁকিয়ে – ” একি এসি চালিয়েছ দেখি “, বিদ্যুৎ মাশুল কোথায় দেখেছো কি?
কেন্টিন এর পিজা, পেস্ট্রি কোক খাওয়া,
দিনের শেষে পকেটের হাঁক পাওয়া।
রাস্তায় নেমে বাইক কাঁদে,
পেট্রল জোটাতে যাই কার কাছে?
বন্ধুর দেওয়া হোমিওপ্যাথি ডোজ,
যদি পেতাম তেমন খোঁজ।
ঠেলে-ঠেলে, ঘেমে নেয়ে বাড়ি পৌঁছাই,
ক্ষিদের জ্বালায় খাবার চাই।
বৌ বলে আজ ২০ তারিখ মাস বরাদ্দ একদম শেষ,
এইতো আছি বেশ রোজনামচা’র দেশ,
দৈনন্দিন খরচ বারে, মাস মাইনে শেষ।
সব মোরা সইতে শিখেছি,
প্রতিবাদের ভাষা ভুলে গেছি।
কম্প্রোমাইজ শিখেছি মোরা সকাল থেকে রাত পর্যন্ত সহা,
গলদঘর্ম শেষে ঘুম কেন আসেনা?