চৈত্রের খরা করছে উল্লাস নেই বর্ষার জৌলুশ
ঘাম মেখে স্নান সারছে সিদ্ধ সব পুরুষ,
আকাশ পানে তাকিয়ে আছে বেবাক লোক
মেঘের ছায়ায় কাঁপছে আকাশ নেই বৃষ্টির জোঁক।
গাছ গাছালি করছে খেলা পাখিদের কলতানে
বাতাস নিল যে ছুটি কোন সুদূরে মায়ার টানে,
বাষ্প কণা হারিয়ে গেছে যাইনি নীল আকাশে
মেঘ বালিকা কাঁদছে না তাই বর্ষার জৌলুশে।
হাঁসফাঁস করছে মানুষ রৌদ্রের তেজে
বৃষ্টি যে আছে কেবল ভারিক্কি মেজাজে।
শ্রাবণের ধারায় হচ্ছে না বরিষন ক্ষেপাটে বর্ষায়
তৃষ্ণায় ধুঁকছে শরীর প্রাণ সবার যায় যায়।
দু চারখানি চিঠি দিলাম আকাশের ঠিকানায়
মুষলধারে বৃষ্টি পাঠাক মানুষের আঙিনায়।
রোদ আর বৃষ্টিতে হয়ে যাক মিতালী
মনের মাঝে সুর তুলে গেয়ে যাব গীতালি।
।।।।স্মরণিকা চৌধুরী
১৬/৭/২২