July 20, 2022

প্রেম প্রটোকল

by Sompa Talukder in POEM0 Comments

আসা যাওয়ার পথে, তুমিময় প্রাতে
কি এক টানে উন্মাদনা, মানেনা মানা।
নষ্ট ভ্রষ্ট পথে কামনা প্রেম নয়
প্রেম থাকে হৃদয়ে লেখা
ভালোবাসা নয় পটে আঁকা
বিকিকিনি প্রেম নয়
প্রেমময় জীবন মধুময়।
এ যুগের বন্যায় ভেসে যায় অন্যায়
ভালোবাসা জবরদখল, লুটপাট প্রেম
বুর্জোয়া গুটিবাজ হয়না কারো শ্যাম।

ধর্ম হোক কর্মে প্রচার, নয় প্রটোকল
ভবের লেনাদেনায় বুঝেনা আসল নকল।
কলে কলে পলে পলে, চলছে ধর্মের চাকা
কখন কে বিচারক, সোজা কিনা বাঁকা।
বকাবকি যদি বক্তব্য হয়,
আমজনতা কেন ব্যক্তিত্ব নয়!
ব্যক্তিগত অভিপ্রায়, চর্চা কেন সর্বদায়
সংস্কৃতি, সম্পাদক সবকিছু নামের রসদ।

চলছে ঘরে বাইরে, অহমিকা মামুর জোরে
প্রেম বিহনে চণ্ডীদাস
রজকিনীকে খুঁজে বেড়ায়।
হিংসানিন্দা ছল চলছে কলে কৌশলে
জীবনের দাম, টাকায় নাম
রক্ষক যেন ভক্ষক চলে হেসে খেলে।
একশো প্রেমিকা প্রেমিক গায় গুণগান
ব্যাটেবলে বিজয়ী, বলে সেঞ্চুরিয়ান।
এ যুগের সুশীল বড্ড সহনশীল
খেয়ালে চলছে সমাজ, তাদের মুখে থাকে খিল।

খিলখিলিয়ে হাসে জনতা,
মনে লুকায় তিক্ত ব্যথা
বলে এক অর্বাচীন, সে নাকি দীনহীন
মুখবন্ধ বোবা, হতে চাইনা হাবাগোবা
নির্বাক তারা থাক, সত্য ছেড়ে করে পাপ
বাপরে বাপ এ কোন দেশ
ভালোবাসা ব্যক্তিবিশেষ,
অশেষ রইল মনের কথা
জীবন নয় নকশীকাঁথা,
প্রেম ভালোবাসা হোক খাসা
ভ্যবিচার রহস্য, উন্মুক্ত হোক ইতিকথা।

সম্পা তালুকদার
১৮/০৭/২০২২ সকালবেলা

About

Sompa Talukder

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}