দহনে দহিত মন, নিরবধি কোন্দল,
ফেলে যাও পদচিহ্ন ,
বিস্মৃতির বালুকা বেলায়,
কোমল হৃদয় কোণ, ক্ষরিত সর্বক্ষণ,
জ্বলে যায় দিবানিশি তুষের আগুন।
বোঝাতে পারেনি আমি,
কত যে আপন তুমি,
দিয়ে গেছো নির্বাসন, সুখেরই মোহে,
পেয়েছো কি সেই সুখ,
যে সুখ ছিল না কভু, এ দুটি প্রাণ মন্দিরে।
সময়ের স্রোতে বাঁধা, জীবনের অলিগলি,
মুছে যায় কত কিছু গড্ডালিকা প্রবাহে,
আমি মূক বধির বলে এখনো পারিনি পাল্টাতে-
তোমাদের এই নান্দনিক বেশভূষা ভ্রমে।
ভালোবাসি ভালোবাসি কত যে ভালোবাসি,
শুধু জানে এই পাললিক মন,
বিনিদ্র রাত জাগে, অপেক্ষায় প্রহর কাটে,
অমানিশার মেঘ বুঝি সরে না আজো।
তোমার চৈতন্য আকাশে-
কভু ভালোবাসা ফিরে আসে,
দাঁড়িও তুমি ফিরে স্ববদ্ধ দরজার এপাশে,
আমি ঠিক বুঝে নেবো আবারও এসেছো ফিরে,
অপেক্ষার বৃষ্টি জলে ভিজবো না হয় দুজনে।
🖋️ মোঃ হাবিবুল হক চয়ন।
_মিরপুর,ঢাকা/২১.০৮.২০২২।