আজকাল বড্ড ইচ্ছে করে,
পাঁপড়ির কোনে সাম্যের ভাষ্কর্য গড়তে।
কারো যত্নের একুরিয়ামে জলদস্যু হয়ে
ঝড়ের মতো ঝাপিয়ে পড়তে।
জানি এ নিহিত সাঝদুপুরে
হাঁটু গাড়া এমন আক্রোশ একটা ব্যাধি,
ভয়ঙ্কর সংকেতে জলোচ্ছাস বুকপুকুরে
দিকজয়ী নাবিক উজানে ভাসালো সবি।
কারো অবিশ্বাসে কি বা যায় আসে
ফালগুনের উঠানে বসন্ত আজ সয্যাশায়ী,
প্রতিরাতে অমাবস্যা অট্টহাসে
বিদঘুটে অন্ধকার দীর্ঘস্থায়ী।
অপেক্ষার এ অত্যাধুনিক সময়ে
পাঁচ টাকার মোমবাতির মতো জ্বলছি,
পথ ভুলে গেছে কেউ স্বার্থের নিয়মে
নুনাধিক অজস্র বার মরেও বেঁচে আছি।
শহরের সবক’টা পথ যেমোড়ে থেমে গেছে
মধ্যরাতে প্রায় এখনো ছুটে আসি,
স্বার্থের নাট্যশালায় যেদিন হবে সবই মিছে
সেদিনই বুঝবে কতখানি ভালোবাসি।
তোমায় কতখানি ভালোবাসি।
সাহেদ আহমেদ
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা
০৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ
২২ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ
থানার ঘট বুড়িগঙ্গা জিনজিরা
কেরানীগঞ্জ ঢাকা ১৩১০ বাংলাদেশ।