বদলে গেছি আমি বেশ বদলে গেছি।
হামলে পড়া কীটের কামড়ে পীড়িত হই না আর।
শূণ্য থেকে একশ পর্যন্ত শুনেও ঘোরাই না ঘাঁড়।
আকাশের রং প্রয়োজন বোধ করিনা দেখার।

আমি এখন একান্তই আমার কবিতার।
সারাদিন শব্দ খুঁজি বুঁনে যাই শব্দজাল।
পাতায় পাতায় ঘুরে বেড়াই পঠনে বেহাল।
সারাদিনই অন্যরকম সুখানুভূতি নির্ভেজাল।

পরচর্চা পরনিন্দা প্রবল যাদের মন।
তাঁরাই ভাবে ওঁদের কেবল আছে ওজন।
যেভাবেই করুক সবটাই মেকি দৃশ্যান্তর।
জনতা এখন আর খায় না ওসব ছুঁ মন্তর।

আমার সারাবেলা এখন পাঠকের মেলা।
চমৎকার এক সময় কাটে জবাবে যায় বেলা।
শব্দ যাত্রার এই সফরে আমি আর নই একেলা।
চারদিকে বোদ্ধা সৃজনশীল মানুষের খেলা।

তোমরা যা চাও করতে থাক আগাম অভিনন্দন।
তোমাদের দৈন্যতা এখন সার্বজনীন বিজ্ঞাপন।
পোষ্য কবি পোষ্য পাঠক পোষ্য নাটুকেপনা।
জিতবে অচিরেই জাতীয় পোষ্য সম্মাননা!

✍ রাকিব মাহবুব

About

Rakibur Rahman Mahabub

Leave a comment

Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}