January 16, 2022

বাবুই এর ভালোবাসা

by Fatema Hossain in POEM0 Comments

ভালোবাসা সৃস্টির এক বিশাল রহস্য!
এই রহস্যের টানে প্রতিনিয়ত কতো ঘটনা,
দুর্ঘটনা ঘটেই চলেছে নশ্বর এই ধরার বুকে,
ধরিত্রী সর্বংসহা তাই, সয়ে চলেছে তা নিরবে।

কেউ ভালোবাসা পায়, কেউ ভুলপাত্রে তা ছড়ায়।
যেমন উলুবনে মুক্তো ছড়ানোর মতো।

আবার কেউ ভালোবাসাকে ভুলতে না পেরে
নিজের জীবন,আর নিজেকে শেষ করে দেয়
ডুবিয়ে দেয় ছোটো নেশা থেকে উচ্চ নেশায়।
যেখান থেকে স্বাভাবিক জীবনে ফেরা হয় দায়!

কারো জন্য কারো জীবন থেমে থাকে না।
তাই নিজেকে ভালোবাসতে হবে সর্বদা।

একটা সময় ভাবতাম ভালোবাসা অবিনশ্বর,
কিন্তু পরে জানলাম আসলে তাতো নয়!

সময়ে ভালোবাসার পাত্র ও রূপ বদলায়,
একজনের বুকের সাথে নিঃশ্বাসের কাছাকাছি
থেকেও অন্যজনকে ভাবা যায়, অনুভব করা যায়!
এটাও কি ভালোবাসা নয়!দ্বীচারিতা!

কাকের মতো ভালো না বেসে আমি বাবুই এর
ভালোবাসা কে সাধুবাদ জানাই!

ফাতামা_হোসেন
১৬/১/২২.
সকাল পৌনে নটা।

About

Fatema Hossain

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}