ডাক্তারবাবু নাম শুনিয়া নাম পড়িয়া কৌতুহল দেখান;
বাংলা জানি কি না,
জানলে, বাংলাদেশী কি না।

আমি নিরুপায় রুগী
আমার ডাক্তারবাবু আমার ঈশ্বর;
হাসিমুখে বললাম—
বাংলায় ওঠবোস করি, ঘুমায়,
আসনপেতে পাতপেড়ে কজ্বিডুবিয়ে
খেয়ে কলতলাতে হাত আঁচাতে যায়।

চিৎ কিম্বা ডুব সাঁতারে অবগাহন সারি।
মনের সুখে মৎসমারি, কাবাডি , ফুটবল খেলি।

জানেন ডাক্তারবাবু,
আমার হাসি কান্না স্বপ্ন দেখা সব বাংলায়।

ডাক্তারবাবুকে জিগ্গেস করি,
খাঁটি বাঙালি হতে গেলে,
বাংলায় আর কি কি করতে হবে?
বেঁচে থাকলে দেখবেন
আমার মৃত্যুটাও বাংলা ব্যকরণে হবে।

আলমগীর রাহমান
মার্চ ২, ২০২২ইং

About

Alamgir Rahman

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}