ঝলমল করছে রাতের ঢাকা ,
বলাকার পাখায় আমার ভেসে থাকা
ক্ষুদ্র গবাক্ষ পথে ছুঁয়ে রই তোমায়
প্রিয় মানুষ ,প্রিয়জন ,আপনজন
এখানে আমার সবাই ।

উড়ে চলেছি মেঘেদের সাথে
বর্ষার কালো মেঘ ছুঁয়ে ছুঁয়ে
মনে হয় ভেসে রই গহীন গানে
জীবনের এক কঠিন টানাপোড়নে।

তোমাকেই ছেড়ে যাবো, না আকড়ে রবো
আমার শহর প্রিয় শহর
যেখানে জন্ম বেড়ে ওঠা
শৈশব কৈশোর যৌবনের দুরন্ত সময়।

স্বপ্ন দেখা আকাশ ছুঁয়ে যাবার
ওই নীলগিরি থেকে মাউন্ট হুডের
বরফ চূড়া যেখানে মিশে রয় স্বপ্ন আমার ।

প্রিয়জন ,সংসার সবই এই শহরেই
তাই তো তোমায় ছেড়ে যেতে
বুকের মাঝে এক বেদনার নহর বয়ে যায়।
ইট কাঠ পাথর কনক্রিটের শহর কিন্তু
তারই মাঝে প্রেম আমার।

কবিতা লেখা মনের ছন্দের দোলায়
জীবনের খেলাঘরে অহর্নিশ আনন্দ বেদনায়।

ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইটে লেখা ।
১৫ই জুলাই ২০২২ইং

About

Shahnaz Pervin Mita

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}