ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হও
প্রকৃতির বিশালতার মাঝে
নিজেকে খুঁজে নাও…

ক্ষুদ্র হলেই তুমি
ছোট নও,
নও তুচ্ছ…
সৌন্দর্যের আলো মেখে
তুমি অপার হও…
অবারিত আকাশের মতো…

বেনিয়া বাতাসের
মেকি আহবান
দুপায়ে মারিয়ে যাও…

মিথ্যা আর মুখোশের
বেড়াজাল করে দাও
ছিন্নভিন্ন,অকপট হও…

হও চির সত্য আর সুন্দর,
বার বার ক্ষুদ্র হও
কিন্তু তুচ্ছ না…

ক্ষুদ্র হলেই তুমি বুঝবে
বিশালতার প্রাচুর্য…

দ্বিধা আর জড়তার
প্রাচীন লেবাস ছেড়ে
হয়ে যাও স্বকীয়…
হৃদয়ে ফোটাও
বিশালতার বিস্ময় ফুল…

ক্ষুদ্র হও কিন্তু তুচ্ছ না,
করতল পেতে দাও শুধু
প্রকৃতির কাছে…
মনে রেখো;
সে কখনো নিরাশ করেনা…

শিমু কলি

About

Shimu Koli

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}