পাগলা হাওয়ায় প্রাণের বীণায়
এলো বৈশাখ খরতাপে
করছে উচ্ছ্বাস চলছে উল্লাস
রৌদ্র মাখা বৃষ্টি তাপে।

ফুলে ফলে ভরছে আজি
বৃক্ষরাজি সবুজ বন
মন আনন্দে নাচে জীবন
ফল আড়তে মজছে মন।

মেলার টানে গানে গানে
মন মাতল কিসের টানে
সোনা মাখা ধানের শীষে
জীবন বাঁচায় কৃষাণ জানে।

স্বপ্নগুলো হাতের মুঠোয়
বৈশাখ যখন পাশে দাঁড়ায়
গোলাভরা ধানের পাহাড়,
আম কাঠাঁলে প্রাণ জুড়ায়।

উৎসবের আমেজেতে
বৈশাখ আাসে সবার ঘরে
নানা রকম বায়না গুলো
রঙ ছড়িয়ে হিসেব করে।

ঝড়ো হাওয়ায় উড়িয়ে যায়
মনের ভিতর সকল গ্লানি
বৈশাখ মাসে বিয়ের বাদ্যে
নাচে গানে উলুধ্বনি।

স্মরণিকা চৌধুরী
২৬/৪/২২

About

Smaranika Chowdhury

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}