March 24, 2022

চলো মমতার হাত বাড়াই

by Mohammed Shams Uddin in POEM0 Comments

আমার সামনে দাঁড়ানো সভ্যতা
আমার পিছনে দাঁড়ানো ট্যাংক;
আমার মাথার উপরে ড্রোন
আমার শিরদাঁড়া ভেঙ্গেছে ব্যাংক।

আমার উঠোন ঘিরেছে ন্যাটো
আমার মাটিতে জেগেছে নাজি;
আমার রক্তে ডেকেছে বান
আমি জীবন ধরেছি বাজি।

আমি গাহি সাম্যের গান
আমি আহত এক হুংকার;
আমি পশ্চিমা-দেয়ালে বসি
আর এস্রাজে দেই ঝংকার।

আমার বামপাশে কৃষ্ণসাগর
আর ডানপাশে পঁচা লাশ,
আমার আকাশে উড়ছে শকুন
আমার এ কোন নরকে বাস?

আমার রক্তে রঞ্জিত পৃথিবী
আর মাঝখানে দেয়াল ধর্মের,
আমার আকাশে বোমারু বিমান
আমরা ফসল তুলছি কর্মের।

আমার একহাতে শিশুর শব
আমার আরেকটি হাতে বই,
আমার কোথাও যাবার নেই
আমি দিক হারিয়ে রই।

আমরা সবাই আছি যুদ্ধে
আমরা সবাই পরাজিত
আমরা বিবেক তুলেছি হাটে
আমরা আঁধারে নিমজ্জিত।

মোদের এখনও সময় আছে,
চলো, হাতে-হাত রেখে দাঁড়াই,
যে ক’জন আমরা আছি
চলো, মমতার হাত বাড়াই।

আরণ্যক শামছ
মার্চ ২৪, ২০২২-উপশহর, সিলেট

About

Mohammed Shams Uddin

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}