চমক নদী অনন্তে বয়ে যাও
যারা বাঁধ দেয় ফসল তাদের হোক
যেখানে অন্ধকূপে আলো নিমজ্জিত
সেদিক পানে ফিরে না চাও
তুমি অনন্তে বয়ে যাও।

অন্যজীবন অন্য ভালবাসা
যোজন যোজন দূরত্ব
মস্তিষ্কের গোলকধাঁধায় হারিয়েছে
ফিরে ফিরে খুঁজে ব্যথিত না হও।
নদী তুমি অনন্তে বয়ে যাও।

এই শহর এই মানুষ এই প্রেম
চেনা অচেনার ভেতরে অজ্ঞাত
রহস্যে আবৃত কালো মেঘের ছায়া
তোমার চোখের গভীরে লুকাও
আর তুমি অনন্তে বয়ে যাও।

যেখানে আকাশে দুঃখের নীল
বুকে গহীন লাল বেগুনী কষ্টের ঢেউ
রঙধনু সাজিয়ে আপনি বইতে দাও
তুমি আনন্দের ঘাটে ফেরি করো
চমক নদী কেবল অনন্তেই বয়ে যাও।

About

Shahnaz Parveen

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}