March 16, 2022

দাম দিয়ে কিনেছি

by Fowjia Sultana in POEM0 Comments

দাম দিয়ে কিনেছি
কারো দয়ায় নয়!!

অনেক ভারী উক্তি
মনে দিলে মানি সব ব্যাক্তি।
কাজের বেলায় বাঁকা
আমরা বুলি ওড়াই ফাঁকা!

আমরা না থাকি মূক
খুলে বিবেকের চোখ।
জবানের স্বাধীনতা যারযার
এটা আমারদের মৌলিক অধিকার।
কেন বঞ্চিত হবো!?
কাঁধে মিলিয়ে কাঁধ এগিয়ে যাবো।

শোষণ, পেষণ, ধর্ষণ….
আর সব অপরাধ নিপাত যাক
আজকের দিনে এমনটাই চাওয়া থাক।

ভালবাসি…
মাতা আমার, তার না হোক অবসান,
তোমার বুক হোক আমাদের নিরাপদ অবস্থান।

লালনে…
ধারণ করেছ তোমার এ বঙ্গজাতী
কি করে হলো এমন আত্মঘাতী!!

মা আমার,আমার জননী বঙ্গমাতা
তোমার কোলেই এলিয়ে ঠাঁই খোঁজে এই মাথা।
বুদ্ধি বিবেকে বিবেচনায় রহো
মোরা বহমান,
আল্লাহ তুমি রহিম-রাহমান!!

ফৌজিয়া সুলতানা
১৭/১২/২০২০

About

Fowjia Sultana

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}