সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে
বই মেলার যে গেট, বাংলা একাডেমী নয়
সেখানেই অপেক্ষা করবে তুমি আমার;
সাদা পান্জাবী কাঁধে ঝোলানো ব্যাগ
কবিতার বই হাতে।
কিভাবে চিনবে আমায়!

সাদা কালো শাড়িতে আচঁল উড়িয়ে
কপালে কালো টিপে
শ্যামল বরণ যে নারী কালো চোখের
কাজলে হাসবে
সেই আমি।

জানিনা কেমন লাগবে তোমার
এই কৃষ্ণবর্ণ কাজলরেখাকে,
যার মিষ্টি কন্ঠ তোমার মন ছুঁয়েছে
তার কাজল চোখের চকিত চাহনি
তোমার গহীন হৃদয় ছুঁয়ে যাবে কিনা,
বড় দ্বিধায় পা বাড়িয়েছি।

যে কবির কবিতা, মন ছুঁয়েছে আমার
প্রথম দর্শনে তার প্রাপ্তি কতখানি,
কখনও রবীন্দ্রনাথ বা কাজী নজরুল
শামসুর রাহমান বা সৈয়দ শামসুল হক।
বা প্রিয় কবি নির্মলেন্দু গুনের কোনো
প্রেমের কবিতার মাঝে
কাছাকাছি দুটি মন;
দুজনে এক সাথে কবিতায় ঝড় তোলা
কাব্য কথায় ছন্দ বেদনায়,
ভালোবাসা প্রেমে।

শাহনাজ পারভীন মিতা

About

Shahnaz Pervin Mita

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}